ভারত বাংলাদেশের মধ্যে বিদেশ সচিব বৈঠক সফল !!!


NNS : তিস্তা জলচুক্তি ও রোহিঙ্গা সংকট নিয়ে ঢাকায় ভারত ও বাংলাদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে কোন স্পষ্ট সূত্র না পাওয়া গেলেও গতকাল দুপুরে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে পদ্মায় ভারত ও বাংলাদেশের বিদেশ সচিব ও বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারা এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন | ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যাকে যুগান্তরকারী বলা হয়েছে |

 ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শৃংলা এবং বাংলাদেশের বিভিন্ন মন্ত্রালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা নিজ নিজ দেশের পক্ষে এই স্মারকপত্র গুলোতে স্বাক্ষর করেন | স্মারকগুলোর মধ্যে একটি হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র চেয়ার প্রতিষ্ঠা করা | পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং বাংলাদেশের পার্বতীপুরের মাধ্যমে পাইপ লাইন বসানো নিয়ে তিনটি স্মারক স্বাক্ষরিত হয়েছে | এই পাইপলাইন দিয়ে ভারত থেকে বাংলাদেশে পেট্রোলিয়াম আমদানী করা হবে | অপর দুটি স্মারকের মধ্যে রয়েছে বাংলাদেশের ৫০৯ টি স্কুলে কম্পিউটর ল্যাবরেটরি স্থাপন এবং রংপুর সিটি করপোরেশনের রাস্তার উন্নয়নের কাজ | 

এর আগে একই স্থানে বাংলাদেশ ও ভারতের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয় | বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় ও রোহিঙ্গা ইস্যু প্ৰাধান্য পায় | এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মহম্মদ সহিদুল  হক | ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিদেশ সচিব বিজয় কেশব গোখলে | দুই দেশের বিদেশ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন | 

এছাড়া  সকাল সাড়ে নয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের বিদেশ সচিব বিজয় কেশব গোখলে | দুদিনের সফরে বাংলাদেশে আসা ভারতের বিদেশ সচিব বিজয় কেশব গোখলে কল সকালে নতুন দিল্লির উদ্দেশ্যে ফিরে যান |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment