ঝাড়খন্ড সীমান্তে পুলিশি নজরদারি !!!


Indiapost24 Web Desk : পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হিংসা, সন্ত্রাস থামাতে সচেষ্ট প্রশাসন|
ঝাড়খন্ড  থেকে বহিরাগতরা এসে মহম্মদ বাজারে হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে| 

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত থানার পুলিশের জিপ টহল দিচ্ছেন এমন অভিযোগ ওঠে| রামপুরহাট থানার মালুটির  কাছে গাড়ি চেকিং করছে পুলিশ, অনুব্রত মণ্ডলের এই অভিযোগ পেয়ে ঝাড়খন্ড সীমানায় নজরদারি বাড়িয়েছে পুলিশ| গত শনিবার থেকে সীমানা সিল করে দিয়ে নাকা চেকিং  চলছে| 

2 কিলোমিটার দূরে বীরভূমের নিমদাসপুর, আলু পাহাড়ি মোড়ে মহম্মদ বাজার| এছাড়া জেলার অন্য সীমান্ত এলাকাগুলিতে দশটি থানা এলাকার পুলিশ দিনভর তল্লাশি চালাচ্ছে| তবে স্থানীয়দের একাংশ পুলিশের এই নজরদারিকে বলেছেন বজ্র আঁটুনি ফসকা গেরো| 

গতকাল বীরভূম ঝাড়খন্ড সীমানা সংলগ্ন গ্রাম নতুনডিহিতে  গিয়ে দেখা গেল সীমানা অরক্ষিত| অবাধে যাতায়াত করছে দুই বাংলার মানুষ| ঝাড়খন্ড থেকে বীরভূমে অস্ত্র, বিষ্ফোরক ঢুকছে  বলে অভিযোগ উঠেছে|
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment