সুদের টাকা দিতে না পারায় সুদ ব্যাবসায়ীদের হাতে আক্রান্ত যুবক !!!


স্নেহাশিস মুখার্জি :
ধারের টাকার মোটা সুদ দিতে না পারায় সুদ ব্যবসায়ীদের হাতে আক্রান্ত যুবক।ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাটে।আক্রান্ত ব্যক্তির নাম স্বপন বিশ্বাস।গুরুতর আহত অবস্থায় স্বপন বিশ্বাসকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তী করা হয়েছে।সূত্রের খবর,পেশায় দিন মজুর স্বপন বিশ্বাস চিকিৎসার জন্য জনৈক গোপাল দাস নামে এক ব্যক্তির কাছ থেকে 40 হাজার টাকা ধার করেন।অভিযোগ,টাকা ধার নেওয়ার সময় কিছু না বললেও পরে জনৈক গোপাল দাস অবৈধ ভাবে 10 টাকা হারে সুদ দাবি করে।


অভিযোগ,দিন আনা দিন খাওয়া স্বপন বিশ্বাসের পক্ষে সেই বিশাল অংকের সুদ দেওয়া সম্ভব হচ্ছিল না।অভিযোগ, সেই সুদের টাকা না পেয়ে জনৈক গোপাল দাস তার দলবল নিয়ে রবিবার স্বপন দাসের বাড়ী চড়াও হয়,ও স্বপন দাস কে ব্যাপক মারধর করে।মারের চোটে মাথা ফেটে যায় স্বপন বাবুর।অভিযোগ,স্বামীকে মারের হাত থেকে বাঁচাতে এলে স্বপন বাবুর স্ত্রী সীমা বিশ্বাসকে শ্লীলতাহানিও করে ওই গোপাল দাস ও তার দলবল।

এর পর চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় গোপাল ও তার দলবল।এর পর রক্তাক্ত স্বপন বিশ্বাসকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তী করা হয়।ঘটনায় রানাঘাট থানায় জনৈক সুদ ব্যবসায়ী গোপাল দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বপন বিশ্বাসের স্ত্রী।ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment