স্নেহাশিস মুখার্জি :
রাজ্যে সর্বত্র যখন তৃণমূলের জয়জয়াকার , আবার বিরোধীদের মধ্যেও যখন চলছে কমবেশি দলছুটের খেলা ঠিক তখনই বামফ্রণ্টকে আরও একবার ধরাশায়ী করে আবার ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহার জেলার তৃণমুল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ তাঁর রাজনৈতিক গুগলিতে আর ও একটি উইকেট ডাউন করলেন | আর এদিন এইভাবে দলনেত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় রাজ্য তৃণমূল ভবনে কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্র নাথ ঘোষ এর উপস্থিতিতে জেলার ফরওয়ার্ড ব্লকের সভাপতি পরেশ অধিকারী,শিক্ষামন্ত্রী শ্রী পার্থ চ্যাটার্জীর হাত থেকে দলীয় পতাকা তুলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
সঙ্গে কমবেশি প্রায় হাজারের অধিক তাঁর রাজনৈতিক অনুগামীরা ও তৃণমুল এর পতাকাতলে আসে বলে খবর .. আজ উপস্থিত ছিলেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন ,মন্ত্রী শ্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সহ জেলার কমবেশি সমস্ত বিধায়কগণ..
রাজ্যে সর্বত্র যখন তৃণমূলের জয়জয়াকার , আবার বিরোধীদের মধ্যেও যখন চলছে কমবেশি দলছুটের খেলা ঠিক তখনই বামফ্রণ্টকে আরও একবার ধরাশায়ী করে আবার ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহার জেলার তৃণমুল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ তাঁর রাজনৈতিক গুগলিতে আর ও একটি উইকেট ডাউন করলেন | আর এদিন এইভাবে দলনেত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় রাজ্য তৃণমূল ভবনে কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্র নাথ ঘোষ এর উপস্থিতিতে জেলার ফরওয়ার্ড ব্লকের সভাপতি পরেশ অধিকারী,শিক্ষামন্ত্রী শ্রী পার্থ চ্যাটার্জীর হাত থেকে দলীয় পতাকা তুলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
সঙ্গে কমবেশি প্রায় হাজারের অধিক তাঁর রাজনৈতিক অনুগামীরা ও তৃণমুল এর পতাকাতলে আসে বলে খবর .. আজ উপস্থিত ছিলেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন ,মন্ত্রী শ্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সহ জেলার কমবেশি সমস্ত বিধায়কগণ..
0 comments:
Post a Comment