পুলিশের তৎপরতায় চোরাই মোবাইল ও অসংখ্য মেমোরি চিপ উদ্ধার !!!


২৮শে অক্টোবর,আসানসোল সৌরদীপ্ত সেনগুপ্ত : আজ দুপুর ১:৩০ নাগাদ আসানসোল দুর্গাপুর কমিশনারেটের অন্তর্গত হীরাপুর থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে ৮ নম্বর বস্তিতে (কালালি র নিকট) অভিযান চালিয়ে বেশ কিছু চোরাই মোবাইল উদ্ধার করে এবং রাজেশ বাইদ নামে একজনকে গ্রেফতার করে।

গ্রেফতারির পর জেরায় অভিযুক্ত জানায় যে ধেমোমেন কলিয়ারি খরমবাধ নিউ কোয়ার্টার এলাকার বলেন্দ্র যাদবকে সে চোরাই মোবাইল বিক্রি করে। এরপর  এসিপি, ওয়েস্ট, শান্তব্রত  চন্দ এর নেতৃত্বে হীরাপুর থানার ওসি শ্রী রাজশেখর মুখোপাধ্যায় এর নেতৃত্বে এবং আসানসোল সাউথ পুলিশ ফারির সহযোগিতায়  সেখানে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ৪০ টি চোরাই মোবাইল উদ্ধার হয়। এরই সঙ্গে ৭২টি মেমোরি কার্ড(চিপ) এবং একটি শনি সাইবার শট ক্যামেরা উদ্ধার হয়।

আগামীকাল অভিযুক্তদের আদালতে তোলা হবে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment