কাশ্মীরী শাল বিক্রেতাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার ৫ !!!

Indiapost24 Web Desk ,২১ ফেব্রুয়ারি :
কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকে দেশের বিভিন্ন জায়গায় কাশ্মীরী শাল বিক্রেতাদের ওপর হামলার ঘটনার রেশ এসে পড়লো নদীয়ায়।এবার এক কাশ্মিরী শাল বিক্রেতাকে মারধর করার অভিযোগে ৫  যুবক কে গ্রেফতার করলো তাহেরপুর থানার পুলিশ।

সূত্রের খবর,আক্রান্ত জাভেদ আহমেদ খান নামের ওই  কাশ্মিরী শাল বিক্রেতা জম্মু কাশ্মীরের বগদামের বাসিন্দা।গত প্রায় ১০ বছর যাবৎ ওই শাল ব্যবসায়ী নদীয়ার তাহেরপুরের ১৭ নম্বর রাস্তায় একটি বাড়ী ভাড়া নিয়ে শালের ব্যবসা করতেন।অভিযোগ,গত সোমবার আনুমানিক রাত ৯ টা নাগাদ কয়েকজন উত্তেজিত যুবক ওই জাভেদ আহমেদ খানের বাড়ীতে  চড়াও হয়।এবং তাকে মারধর করে।

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি তাহেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাভেদ ও তার ভাই কে উদ্ধার করে নিয়ে যায়।এই ঘটনার পর নিরাপত্তার কারণে বর্তমানে তাহেরপুর ছাড়া ওই দুই কাশ্মিরী।এই ঘটনার তদন্ত শুরু করে বুধবার তাহেরপুর থানার  পুলিশ ৫  যুবককে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার তাদের রানাঘাট মহকুমা আদালতে তুলেছে পুলিশ।এই ধরণের ঘটনার আর যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে জেলা পুলিশ।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment