ডিউটি শেষে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশকর্মীর!!



স্নেহাশীষ মুখার্জি, নদিয়া, 9 এপ্রিল:ডিউটি শেষে বাড়ী ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশ কর্মীর। সূত্রের খবর, রানাঘাট পুলিশ জেলার ডিআইবি দপ্তরের কর্মী সমীর পাল নামের ওই পুলিশ কর্মী বৃহস্পতিবার রাতে ডিউটি শেষে বাইক চালিয়ে কৃষ্ণগরের কোয়াটারে ফিরছিলেন। অভিযোগ, পথে তাহেরপুর থানার খামার শিমুলিয়া এলাকায় রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়কে একটি লড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সমীর পালের বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে তাহেরপুর থানার পুলিশ  উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনায় দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।পুলিশ মহলে নেমে এসেছে শোকের ছায়া।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment