স্নেহাশীষ মুখার্জি,নদীয়া, 10 জুলাই::সারা রাজ্যের ভেঙে পরা স্বাস্থ্য ব্যাবস্থার ছবি নজরে পরেছে বহুবার তবুও ঐ সমস্যা গুলির থেকে নজর এরিয়ে মূখ্যমন্ত্রী দাবি করেছেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত।
আজ আবারও তার সেই দাবিকে মিথ্যা প্রমান করলো নদিয়ার ফুলিয়ার বেলঘরিয়ার ১ নং গ্রাম পঞ্চায়েত..
দীর্ঘ প্রায় কয়েকবছর ধরে ভঙ্গুর অবস্থায় পরে আছে ফুলিয়ার স্বাস্থ্য কেন্দ্র । অভিযোগ অল্প বৃষ্টি হলেই ছাদ দিয়ে জল পরে ফলে চিকিৎসার কাজে ব্যাঘাত ঘটে । বার বার প্রশাসনকে জানিয়েও মেলেনি কোন সুরাহা। তাদের থেকে মিলেছে আশ্বাস । কার্যত বাধ্য হয়ে ওখানকার আশা কর্মীরা পাশের একটি ঘর ভাড়া নিয়ে চালাচ্ছে চিকিৎসা কর্ম ।
অভিযোগ , সাধারণের জন্যে বানানো টয়লেট অব্যবহৃত অবস্থায় পরে নষ্ট হচ্ছে । অন্যদিকে সেইখানে চিকিৎসারত আশা কর্মীরা টয়লেটের সমস্যায় দিনের-পর-দিন কাজ করে চলেছে।
0 comments:
Post a Comment