ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে দুই মহিলাকে আটক বিএসএফের।

 

স্নেহাশীষ মুখার্জি,  নদীয়া, 25 জুলাই


ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে দুই মহিলাকে আটক করল বি এস এফ। সুত্রের খবর নদিয়ার 

 ভীমপুর থানার অন্তর্গত রাঙ্গিয়ারপোতা গ্রাম থেকে তাদের আটক করা হয়।এখানকার  তিন কিলোমিটারের মধ্যে  মানুষজন বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করেন  প্রতিনিয়ত। সেখান  দিয়ে গতকাল দুপুরে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় দুই মহিলাকে বিএসএফের 82 নম্বর ব্যাটেলিয়ান আটক করে।  বিএসএফ তাদেরকে ভীমপুর   থানার হাতে তুলে দেয়।রবিবার  দুই মহিলাকে স্পেশাল কোর্টে তোলা হবে জানা গেছে।  পুলিশ সূত্রে আরও জানা যায় তারা কলকাতা এবং বোম্বেতে  হোটেলে বার ডান্সার কাজের জন্য প্রবেশ করেছিল। তদন্তে ভীমপুর থানার পুলিশ।


Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment