ভুয়ো আইএএস, ভুয়ো সিআইডি, ভুয়ো পুলিশের পর এবার নদিয়ায় ধরা পরল ভুয়ো ফ্লিপকার্টের ইন্টারভিউ।

 



স্নেহাশীষ মুখার্জি,  নদীয়া, 27 জুলাই


এবার নদীয়ায় ধরা পরল ভুয়ো ফ্লিপকার্টের ইন্টারভিউ । নদীয়ার কল্যাণী পৌরসভার A9 ১৬ নম্বর ওয়ার্ডে ফ্লিপকার্ট ইন্টারভিউ দিতে আসেন বেশ কিছু ছেলেমেয়ে। স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন প্রায় এক মাস ধরে বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা আসেন ইন্টারভিউ দিতে। ছাত্ররা বলেন অনলাইনে তারা আবেদন করেছিলেন। এবং তাদের আজ ইন্টারভিউ নেওয়ায় কথা । কিন্তু তারা এখানে এসে জানতে পারেন পুরো ভুয়ো । তারপর তারা পুলিশ প্রশাসনকে খবর দেন। পুলিশ প্রশাসন এসে তিন জনকে আটক করে নিয়ে যান । ঠিক কি কারনে ওই বাড়িটি ভাড়া নিয়ে ফ্লিপকার্ট এর নাম করে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল , তার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।


Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment