স্নেহাশীষ মুখার্জি, নদীয়া, 2 আগস্ট
গত বিধানসভা নির্বাচনে রানাঘাট তপশিলি কেন্দ্রের সংসদ জগন্নাথ সরকার প্রার্থী হয়েছিলেন বিজেপির প্রতিকে। অন্যদিকে প্রধান প্রতিপক্ষ ছিলেন শান্তিপুরের পৌরপতি অজয় দে। প্রায় 19 হাজার ভোটে জয় লাভ করার দু'মাসের মধ্যেই, সাংসদ পদ টিকিয়ে রাখতে পদত্যাগ করেন বিধায়ক পদ থেকে! আর তার ফলেই, উপনির্বাচনের ক্ষেত্র তৈরি হয় নদীয়ার শান্তিপুরে। একদিকে করোনা মহামারীর ভয়াবহ পরিস্থিতি! মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মত গুরুত্বপূর্ণ পরীক্ষার এখানে বাতিল হয়েছে, সুখের উপনির্বাচন কতটা গুরুত্বপূর্ণ? বিধান পরিষদ গঠন, ভোট না হওয়া এসব নিয়ে সর্বসাধারণের মধ্যে জল্পনা ছিলো যথেষ্ট। কোন দলের প্রার্থী কে হচ্ছে তাই নিয়ে, রেশন থেকে চায়ের দোকান, বাজার থেকে পাড়ার মোড়, সর্বত্রই রাজনৈতিক বিশ্লেষণ। অবশেষে আজ স্পষ্ট হলো, উপ নির্বাচনের বিষয়টি, যদিও প্রশাসনিক দিক থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। তবুও রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে তাদের তোড়জোড় দেখে বোঝাই যাচ্ছে, ভোট যুদ্ধের মহড়া হতে চলেছে আগামীকাল থেকেই ।ইভিএম ঠিকঠাক আছে কিনা তা দেখার জন্য কাল পরীক্ষা হবে।তার আগে বিভিন্ন রকম প্রস্তুতি শেষ পর্যায়ে চলছে।ডেকোরেটরস কাজ শেষ পর্যায়ে! পাশাপাশি আলোর ব্যাবস্থা করাও হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।
0 comments:
Post a Comment