স্নেহাশীষ মুখার্জি, নদিয়া, 24 আগস্ট
আজ ভোররাতে এটিএম ভেঙে টাকা লুট করার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নাকাশিপাড়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অরূপ সাহা। তার বাড়ি কৃষ্ণনগরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর রাত্রে ওই ব্যক্তি নাকাশিপাড়া বিডিও অফিস সংলগ্ন একটি এটিএম মেশিন গ্যাস কাটার দিয়ে কেটে টাকা লুট করার চেষ্টা করে। সেই সময় ওই এলাকায় টহল দিচ্ছিল নাকাশিপাড়া থানার পুলিশ। বিষয়টি তাদের নজরে আসতেই তারা ওই ব্যক্তিকে আটক করে। এরপরই তার কাছ থেকে একটি গ্যাস কাটার ও বিভিন্ন যন্ত্রপাতি সহ 2000 টাকা মূল্যের 15 টি জাল নোট উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ছোট গাড়ি করে ওই ব্যক্তি ওই এলাকায় এসেছিলেন। গাড়িসহ উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়।
0 comments:
Post a Comment