ভ্যাকসিন দুর্নীতি সহ একাধিক দাবি নিয়ে শান্তিপুর পৌরসভায় অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন শান্তিপুর যুব মোর্চা বিজেপির।




স্নেহাশীষ মুখার্জি,  নদীয়া, 6 আগস্ট


প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, শান্তিপুর পৌরসভার পৌর অঞ্চলের নিকাশি ব্যবস্থা, ভ্যাকসিন দুর্নীতি সহ একাধিক দাবি নিয়ে শান্তিপুর পৌরসভায় ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ বিজেপির। শুক্রবার শান্তিপুর যুব মোর্চা বিজেপির পক্ষ থেকে একটি ডেপুটেশন জমা দেয় শান্তিপুর পৌরসভায়, এছাড়াও শান্তিপুর পৌরসভার সামনে বেশ খানিকটা সময় তারা অবস্থান-বিক্ষোভ করে। অবস্থান-বিক্ষোভের মধ্য দিয়ে তাদের দাবি, যেভাবে ভ্যাকসিন দুর্নীতি ও কালোবাজারি হচ্ছে তার দায়ী তৃণমূল সরকার। প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে গিয়ে সাধারণ মানুষ ভ্যাকসিন না পেয়ে ফিরে আসছে। যেখানে কেন্দ্র সরকার পর্যাপ্ত ভ্যাকসিন দিয়েছে রাজ্যগুলিকে, সে মতোই এ রাজ্যও পর্যাপ্ত ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্র সরকার। সেই ভ্যাকসিন নিয়েও কালোবাজারি এবং দুর্নীতি করছে তৃণমূল। এছাড়াও শান্তিপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর বিরুদ্ধে তারা অভিযোগ তোলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়েও দুর্নীতি করছে পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্যরা। যারা ঘর পাওয়ার উপযুক্ত তাদেরকে ঘর না দিয়ে কাটমানি খেয়ে প্রভাবশালী মানুষদেরকে ঘর বন্টন করছে। পাশাপাশি শান্তিপুর পৌরসভার অঞ্চলের নিকাশি ব্যবস্থা নিয়েও তারা একাধিক অভিযোগ তোলেন, তাদের দাবি শান্তিপুর শহরের বিভিন্ন জায়গায় নিকাশি ব্যবস্থা নেই বললেই চলে। এছাড়াও গোটা শহর জুড়ে আবর্জনায় পরিণত হয়েছে, কিন্তু প্রশাসক মন্ডলীর পক্ষ থেকে কোনরকম ব্যবস্থা গ্রহণ করে না। আজ এই সমস্ত দাবি দাবা নিয়ে শান্তিপুর পৌরসভায় একটি ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। আগামী দিনেও শান্তিপুর পৌরসভার প্রশাসক মন্ডলী যদি কোনো উদ্যোগ না দেখায় তাহলে আমরা জেলা থেকে রাজ্য স্তরেও আন্দোলনে নামবো।


Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment