কল্যাণীতে মধুচক্রে হানা রানাঘাট পুলিশ জেলার, ধৃত 15

 


স্নেহাশীষ মুখার্জি, নদীয়া, 4 সেপ্টেম্বর

 

কল্যাণীর বুদ্ধপার্ক এলাকার একটি হোটেলে মধুচক্রের হদিশ পায় পুলিশ। শুক্রবার বিকেলে ওই হোটেলে হানা দিয়ে কল্যাণীর পুলিশ হোটেল ম্যানেজার-সহ মধুচক্রে জড়িত সাত জোড়া পুরুষ ও মহিলাকে আটক করেছে। এই অভিযানে নেতৃত্ব দেন নদিয়ার রানাঘাট জেলার পুলিশ সুপার সায়ক দাস স্বয়ং। তাঁর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হোটেলটি ঘিরে ফেলে তল্লাশি চালায়। হোটেলটি সিল করে দেওয়া হয়েছে। ধৃত ১৫ জনকে শনিবার কল্যাণী আদালতে পাঠানো হঠালো পুলিশ।।


Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment