অখিলেশকে 'উপহার' কংগ্রেসের!!

 


 নাজমুল হাসান:কলকাতা 

আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচনে পাঞ্জাব,গোয়া,মণিপুর ও উত্তরাখণ্ডে কংগ্রেস জোরালো লড়াইয়ে থাকলেও উত্তরপ্রদেশের যোগী-অখিলেশ মেরুকরণে নাস্তানাবুদ অবস্থা কংগ্রেসের! রাষ্ট্রীয় লোক দলের সঙ্গে জোট করলেও কংগ্রেসের সঙ্গে কোনো জোট বা সমঝোতার জল্পনাকে আগেই জল ঢেলেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ সিং যাদব! আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশের ভোটের লড়াই করা নিয়ে জল্পনা ছিল বেশ কয়েকদিন পরেই!  কিন্তু শেষ পর্যন্ত যোগী আদিত্যনাথ এর চাপে বিধানসভা ভোটে 'অভিষেকে'র সিদ্ধান্ত নেন সমাজবাদী পার্টির সুপ্রিমো! আর নিজের রাজনৈতিক রণক্ষেত্র হিসেবে কারহাল আসনটি বেছে নিয়েছেন চার বারের সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী পুত্র! 


সেই বিধানসভা আসনে আবার বিজেপির তরফ থেকে চমক দেওয়া হয়েছে!অখিলেশকে চ্যালেঞ্জ জানাতে সেখানে লড়তে চলেছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী এসপি সিং বাঘেল !এই রাজনৈতিক সংকট আবহে বিরোধী ভোট কাটাকাটি রুখতে অখিলেশ কে উপহার দিল কংগ্রেস! কারহাল আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে দিলেও শেষ মুহূর্তে কংগ্রেস হাইকমান্ডের নির্দেশে সেই প্রার্থীকেই মনোনয়নপত্র জমা দেওয়া মনোনয়ন থেকে বিরত রাখা হলো! উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির জোট না হলেও "রায়বারেলি" ও "আমেথি" আসন দুটি ছেড়ে দেওয়া হয়েছিল, ভোট-পরবর্তী সম্ভাব্য সমীকরণের কথা মাথায় রেখেই সেই 'উপহার' ছিল বলেই অনেকে রাজনৈতিক বিশ্লেষকদের মত! এই পরিস্থিতিতে কংগ্রেস  অখিলেশের জন্য কারহাল আসনটি ছেড়ে দেওয়া  বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ!


Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment