স্নেহাশীষ মুখার্জি:শনি, রবি, সোমবারের পর ফের পুলিশি বাধার মুখে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রিষড়া যাওয়ার পথে মঙ্গলবার ডানকুনির দিল্লি রোডে সুকান্ত মজুমজার,জ্যোতির্ময় সিং মাহাতোদের আটকে দিল পুলিশ। ১৪৪ ধারা জারির কথা জানিয়ে বিজেপি রাজ্য সভাপতির পথ আটকায় পুলিশ। অশান্ত রিষড়ার পরিস্থিতি দেখতে যাচ্ছিলেন সুকান্ত মজুমদার। তার আগেই তাঁকে আটেক দেয় পুলিশ। যা নিয়ে পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়াতে দেখা যায় রাজ্য বিজেপির এই শীর্ষ নেতাকে।
রবিবার সন্ধে থেকে হুগলির রিষড়ায় অশান্তির আগুন জ্বলছে। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত হয়। বাড়ি-ঘর ভাঙচুর, আগুন লাগানো,মারধরের ঘটনা ঘটে। রিষড়ার ঘটনার জেরে শ্রীমারপুরেও পুলিশ ১৪৪ ধারা জারি করে দেয়। কড়া নজরদারির ঘেরাটোপে রিষড়ার পাশাপাশি রাখা হয়েছে শ্রীরামপুরকেও। শ্রীরামপুরে রিষড়া-কাণ্ডের প্রতিবাদে ধর্নায় বসার কাথা ছিল বিজেপি রাজ্য সভাপতির।তবে মঙ্গলবার সকালেই বিজেপির সেই ধর্নামঞ্চ খুলে দেয় পুলিশ। এদিন রিষড়ার দিকে যাওয়ার পথে ডানকুনির দিল্লি রোডের উপর সুকান্ত মজুমদারের গাড়ি আটকায় পুলিশ। গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় বিজেপি রাজ্য সভাপতিকে। রাজ্যের সাম্প্রতিক অশান্তির জন্য খোদ মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন সুকান্ত।
0 comments:
Post a Comment