বিজেপির জাতীয় প্রচারক হিমন্ত বিশ্বশর্মা !!!

 


স্টাফ রিপোর্টার,মানুষের মতামত: অসম বা উত্তর পূর্বেই নয়, এখন অসমের

মুখ্যমন্ত্রী তথা গেরুয়া শিবিরের অবিসংবাদী নেতা হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির জাতীয়

প্রচারক হয়ে উঠেছেন। প্রথমে কর্ণাটকে বিধানসভা নির্বাচনে চোস্ত হিন্দিতে অনেক গুলি

জনসভায় বক্তব্য রাখেন হিমন্ত। এরপরেই তাঁকে তেলেঙ্গানায় বিজেপির প্রচারে কাজে

লাগানো হয়েছে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানেও প্রচারে নামেন হিমন্ত। অতি সম্প্রতি

হায়দ্রাবাদে বিজেপির উদ্যোগে হিন্দু একতা যাত্রায় কেন্দ্রীয় মন্ত্রী ও তেলেঙ্গানায়

বিজেপির মুখ জি কিষাণ রেড্ডির সঙ্গে অংশ নেন। তেলেঙ্গানায় হিন্দু একতা

যাত্রায় দলের সাম্প্রদায়িক এজেন্ডাতেও তেলেঙ্গানা তথা হায়দ্রাবাদের রাজ্য সরকারের

বিরুদ্ধে তোপ দেগেছেন হিমন্ত। হিমন্তকে শাহ-নাডদারা কেন্দ্রীয় মুখ করে তুলতে

চাইছেন। ৫ রাজ্যের নির্বাচনী কর্মসূচীতে ভাল জনসমাবেশের পাশে তাঁর জে

ক্যাটাগরির নিরাপত্তা বলয়ও ছিল দৃষ্টি নন্দন। খালিস্তানিদের হিট লিস্টে তাঁর নাম

উঠে আসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁর নিরাপত্তা বলয় বাড়ানোর সিদ্ধান্ত নেন। এখন

হিমন্ত বিশ্বশর্মা মোদী শাহের ঘনিষ্ঠ আস্থাভাজনের বৃত্তে রয়েছেন। বিজেপির প্রথম দশ

জাতীয় প্রচারকের মধ্যে হিমন্ত বিশ্বশর্মা স্থান করে নিয়েছেন যা রাজনৈতিক ভাবে

বিশেষ অর্থবহ।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment