স্টাফ রিপোর্টার,মানুষের মতামত: বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নয়া রণকৌশল মহারাষ্ট্রে। পাচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই সাংসদ বিধায়কদের সাংগঠনিক প্রস্তুতিতে সক্রিয় হবে বিজেপি। জাতীয় নির্বাচনের প্রচারের রূপরেখাও তৈরি করা হবে। এ ব্যাপারে দলের মিডিয়া সোর্স ও তথ্যপ্রযুক্তি শাখাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপি। শিবসেনা (শিন্ডে) রিপাবলিকান পার্টির সঙ্গে ইতিমধ্যে আলোচনা শুরু করেছেন মহারাষ্ট্রের বিজেপি নেতারা। উত্তর বা উত্তর পশ্চিম মুম্বাই কেন্দ্র থেকে অভিনেত্রী ও বলিউড স্টার মাধুরি দীক্ষিত কে প্রার্থী করতে চায় বিজেপি। ২০১৯ সালেই মাধুরি প্রার্থী হতে চেয়ে অমিত শাহের শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু সেবার সাঙ্গঠনিক ও রাজনৈতিক বাধ্যবাধকতায় তা সম্ভব হয়নি। এবার পুনম মহাজনের আসনে মাধুরি কে দাঁড় করানো হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রের খবর। বিজেপি বিনোদ তাওড়ে, আইনজীবী মহেশ জেঠমালানি উজ্জ্বল নিগমকে মহারাষ্ট্রের প্রার্থী করার কথা ভাবছে। সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে গ্রামীণ মহারাষ্ট্রের বিজেপি ভালো ফল করায় উজ্জীবিত দলীয় নেতারা। তাই অতি দ্রুত ২৪- এর নির্বাচনী প্রস্তুতিতে সক্রিয় গেরুয়া বাহিনী।
0 comments:
Post a Comment