ইন্ডিয়া জোটে ওয়েইসি?

 



Prabir Panja,Indiapost24,Web Desk: তেলেঙ্গানায় কেসিআরের দল বিএসপির বিপর্যয় ও কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের সম্ভাবনা জোরদার হতে চলেছে। বিআরএসের মধ্যে অভ্যন্তরীণ বিরোধে দল ভাঙ্গার পরিস্থিতি তৈরি হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

তেলেঙ্গানায় ১৩ শতাংশ মুসলিম ভোটের ৯০ শতাংশ বিজেপি বিরোধিতার মুডে কংগ্রেসের দিকে ঝুকে পড়ায় প্রমাদ গুণছেন হায়দ্রাবাদ ভিত্তিক মুসলিম মৌলবাদী নেতা আসাদউদ্দিন ওয়েইসি। বিআরএসের সঙ্গে তাঁর দল মিমের জোটের বিষয়ে সংশয়ে তারই ভাই আকবরুদ্দিন ওয়েইসি।

রাজনৈতিক মহলে জল্পনা বিজেপি-মোদী বিরোধিতায় নিজের গ্রহণযগ্যতা তুলে ধরতে ওয়েইসি ব্রাদার্স ইন্ডিয়া জোটে পা বাড়াতে পারেন। আপাতত যে বিআরএসের ভবিষ্যৎ প্রশ্ন চিহ্নে তা একান্তে কবুল করছেন আসাদ-আকবর উদ্দিনরা। তাদের আশংকা কেসিআরের নিয়ন্ত্রণ আলগা হচ্ছে। বিআরএস দলের ভবিষ্যত নিয়ে আশংকায় ওয়েইসি পরিবার। তাই ইন্ডিয়া জোটে পা বাড়াতে পারেন ওয়েইসির এমনটাই জল্পনা তেলেংগানার রাজনৈতিক মহলে। অন্যদিকে বিজেপি-সংঘ পরিবার ওয়েইসিদের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment