ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক মল্লিকার্জুন খাড়গের




Indiapost24 Web DesK: সামনেই লোকসভা নির্বাচন।দলীয় নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করতে ময়দানে নামলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দলের নেতা-কর্মীদের ইডি এবং অন্যান্য কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ভয় না পাওয়ার অনুরোধ করেছেন তিনি।সরকারকে ফের একবার নিশানা করে বলেছেন, 'মোদী সরকার বিরোধী নেতাদের টার্গেট করতে এজেন্সির "অপব্যবহার” করছে'।

সম্প্রতি দল ছেড়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক চৌহান। যা লোকসভা ভোটের আগে কংগ্রেসের কাছে এক বিরাট ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সে প্রসঙ্গে খাগড়ে বলেন,"কিছু নেতা মোদী সরকারের তদন্তের ভয়ে দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। কংগ্রেস ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছে এবং দেশের জন্য স্বাধীনতা এনেছে। কংগ্রেস নেতারা তাদের উপর সমস্ত চাপ থাকা না সত্ত্বেও কখনও তাদের আদর্শের সঙ্গে আপস করেনি"। সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহানের বিরুদ্ধে ইডি এবং আয়কর অভিযান চালায়। তারপরই তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর কংগ্রেস অভিযোগ করেছিল যে ইডি এবং আয়করের চাপের কারণে তিনি দল ছেড়েছেন। খাড়গে বলেন, যে নেতারা দল ছেড়েছেন তাঁরা আদর্শের সঙ্গে আপস করছেন।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment