মমতার বঙ্গ কৌশলে উদ্বেগে গেরুয়া শিবির

 


Indiapost24 Web Desk: ইন্ডিয়া জোটের ডামাডোলের মধ্যেও

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আম আদমি পার্টির সুপ্রিমো দিল্লির

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান সিং মান এবং সমাজবাদী

পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে ঘনিষ্ট যোগসূত্র বজায় রেখেছেন। ইন্ডিয়া

জোটের মধ্যে মমতা গোষ্ঠী গড়তে চাইছেন বলেই মত রাজনৈতিক মহলের।

২৪-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবংগে বিজেপির শোচনীয় পরাজয় ঘটাতে সক্রিয়

মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ৩১ শতাংশ মুসলিম সম্প্রদায়ের ৯০ শতাংশ ভোট

নিজের ঝুলিতে ভরাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বিশ্লেষন মুসলিম ভোট

সমবেত হলেও এর মধ্যে মহিলা ভোটেই তিনি বাজিমাত করবেন চমক দেখাবেন।

নিজের দলের নেতাদের কাছে মমতা জানিয়েছেন যে, 'অন্য রাজ্য সারা দেশে কি

হচ্ছে দেখার দরকার নেই। এই রাজ্যে বিজেপিকে পাঁচে নামাতে হবে'। তৃণমূল

কংগ্রেসের জয়ের টার্গেট ৩৭-৩৮ টি আসন।

২৪-এ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গেই সবচেয়ে শোচনীয় ভাবে হারাতে চাইছেন মমতা

বন্দ্যোপাধ্যায়। মমতার বঙ্গ কৌশলের খবরে উদ্বেগ বেড়েছে গেরুয়া শিবিরের অন্দরে।

কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব রাজ্যে ৩৫ আসন জয়ের স্বপ্ন ফেরি করলেও পরিস্থিতি যে

প্রতিকূল যথেষ্ট উদ্বেগ জনক তা মানছেন দলের অন্দর মহল। পশ্চিমবংগে ৩১ শতাংশ

মুসলিম সংখ্যালঘুদের বড় অংশই যে তৃণমূলমুখি তা একান্তে মানছেন তৃণমূলের ইন্ডিয়া

জোট সঙ্গী কংগ্রেস, সি পি এম সহ বাম নেতারা। সি পি আই (এম এল)-লিবারেশন

নেতৃত্ব আবারও রাজ্যে 'নো ভোট টু মোদী, নো ভোট টু বিজেপি' প্রচারে ঝাঁপাতে

চান। লিবারেশন নেতৃত্বও একান্তে মানেন যে হিন্দু ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী

লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই বড় বল ভরসা। সি পি এমের নেতৃত্ব প্রকাশ্যে যতই

মোদী ও বিজেপির সঙ্গে মমতার 'গোপন আঁতাত' নিয়ে সরব হোন না কেন, তাঁরাও

মানেন যে রাজ্যে বিজেপিকে শোচনীয় ভাবে হারানোর কারিগর অবশ্যই তৃণমূল

কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment