অসমে আগ্রাসী গেরুয়া শিবির

 


Indiapost24 Web Desk:ঠিক ২৪-এর লোকসভা নির্বাচনের  আগে অসমে অতি আগ্রাসী ভূমিকায় গেরুয়া শিবির। উত্তর-পূর্বের প্রবেশ দ্বার অসমে বিজেপির মুখ হিমন্ত বিশ্ব শর্মা দলের জাতীয় নেতৃত্বকে আস্বস্ত করেছেন যে উত্তর-পূর্বে ২৫টি লোকসভা আসনের ২২-২৩ টিতেই জয়ী হবে বিজেপি। হিমন্ত বিশ্ব শর্মার মতে অসমে ১৪ আসনের ১২টিই নিশ্চিতভাবে জিতবে বিজেপি। কংগ্রেসের গৌরব গগৈ, এ ইউ ডি এফের প্রধান বদরুদ্দিন আকমল ছাড়া অসমে বাকি ১২ আসনে ইন্ডিয়া জোট শরিক বা কংগ্রেসের কোন সম্ভাবনাই নেই। দিল্লিতে অতি সম্প্রতি বিজেপির প্রাক নির্বাচনী জাতীয় কনভেনশনে হিমন্ত বিশ্ব শর্মা, সর্বানন্দ জানোয়ান সহ বিজেপির  নেতাদের অতি আত্মবিশ্বাসে মগ্ন থাকতে দেখা গেছে।

যদিও অসম পদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা হিমন্ত শিবিরের লম্বা চওড়া দাবি, অতি আত্মবিশ্বাসকে তেমন গুরুত্ব দিতে চাইছেন না। কংগ্রেস পরিষদীয় দলে অতি সম্প্রতি ভাঙ্গন, দলত্যাগকেও প্রদেশ কংগ্রেস সভাপতি পাত্তা দিতে চান নি।

ভূপেন বরার দাবি অসম সহ উত্তর পূর্বে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার বিরাট প্রভাব পড়েছে অসম, উত্তর পূর্বের সমাজ জীবনে। এর প্রতিক্রিয়া ঘটতে চলেছে উত্তর পুর্বের রাজনৈতিক মানচিত্রে। বিজেপির প্রচারের ফানুস ধাক্কা খাবে। অসমের ২৪ আসন সহ উত্তর পূর্বের ২৫ আসনে কংগ্রেস, ইন্ডিয়া জোটের ওপর নিশ্চিত ভাবে তার ইতিবাচক প্রভাব পড়বে। তবে অসমে কংগ্রেস এ ইউ ডি এফ, বাম শিবির, কৃষক মুক্তি সমিতি, তৃণমূল কংগ্রেসের আসন রফা যে অথৈ জলে তা একান্তে কবুল তা একান্তে কবুল করছেন অসম প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারা।

অসমে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট শরিকদের আসন বণ্টনের আলোচনার কোন ইতিবাচক ফলাফল পাওয়া যায় নি। এর মধ্যে আবার তৃণমূল কংগ্রেস নেত্রী ও রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন যে মমতা-অভিষেকরা নির্দেশ দিলে অসমে সব লোকসভা আসনেই প্রার্থী দিতে তৈরি অসম  প্রদেশ তৃণমূল কংগ্রেস। যদিও সুস্মিতার দাবিকে গুরুত্ব দিতে চান না কংগ্রেস ও বাম  নেতারা। অসমে লম্বা চওড়া দাবি করা তৃণমূল কংগ্রেসের কোথাও সংগঠনই নেই বলে দাবি সি পি এম, সি পি আইয়ের।

এদিকে আগামী লোকসভা নির্বাচনের আগে অসম, ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বেই গেরুয়া শিবিরের আগ্রাসী প্রচার কৌশল ও নির্বাচনী সংগঠন গড়ে তোলার চেষ্টা বিশেষ ভাবে লক্ষ্য করার মতো। অসমে বিজেপিকে জেতাতে মাঠে আর এস এস- বিশ্ব হিন্দু পরিষদ। উজান অসম, ব্রহ্মপুতে উপত্যকা, বাজনি অসম ও বরাক উপত্যকার প্রতিউটি আসনেই এখন থেকে প্রচারে নেমে পড়েছে গেরুয়া শিবির। অসমের ১৪ আসন জেতাই যে গেরুয়া শিবিরের রাজনৈতিক লক্ষ্য তা আর বলার অপেক্ষা রাখে না। নির্বাচনের আগে কংগ্রেস এ ইউ ডি এফ সহ বিরোধী শিবিরে ফাটল ধরাতে অতি সক্রিয় হয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা এমনটাই খবর।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment