Indiapost24 Web Desk:প্রচারে গিয়ে স্থানীয় মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হল প্রার্থী তথা তৃণমূলের যুব সভানেত্রীকে! প্রথমে মুখ বন্ধ রাখলেও, পরে অবশ্য বিক্ষোভকারীদের উদ্দেশে বার্তা দিয়েছেন তিনি।
শুক্রবার যাদবপুর লোকসভার অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন সায়নী। হুড খোলা জিপে তৃণমূল নেতা, কর্মী পরিবৃত তৃণমূল প্রার্থীকে দেখতে এদিনও ভিড় ছিল। নিজডস্ব ঢঙে জনসংযোগ সারছিলেন তিনি। কিন্তু গাড়ি এগোতেই বিড়ম্বনা! বেশ কয়েকজন মহিলা সায়নীকে দেখে হাত নাড়ানোর বদলে চিল চিৎকারে কিসব যেন বলছিলেন। যা শোনার চেষ্টাও করেন তৃণমূল প্রার্থী। যদিও গাড়ি থামেনি। এদিকে নাছোড় মহিলারাও বলে চলেছেন, ‘এখন ভোট চাইতে এসেছেন, কাউকে দেব না ভোট।’
হঠাৎ কেন ক্ষুব্ধ ওই মহিলারা? নাম প্রকাশে অনিচ্ছুক এর মহিলার কথায়, ‘আমাদের বাড়ির সামনে রাস্তার হাল একেবারে বেহাল। জল জমে যায়, নিকাশী ব্যবস্থা নেই। পুরসভাকে জানিয়েও লাভ হয়নি। কত ফোন করেছি, কেই আসেনি। সব দলকেই বলেছি। এখন ভোট আসতেই প্রার্থীরা সদলবলে চলে এসেছেন ভোট চাইতে। আগে ঝামেলা মেটাও। তারপর ভোট চাইবে। না হলে কাউকে ভোট দেব না।’
মহিলাদের ওই প্রতিবাদ শুনে প্রথমত চুপ করে ছিলেন সায়নী ঘোষ। পরে প্রচারের গাড়িতে দাঁড়িয়েই সাংবাদিকদের সায়নী বলেন, ‘রাজপুর-সোনারপুরের ওই এলাকায় জল প্রকল্পের কাজ শেষ হয়ে গিয়েছে। রাস্তা করা হচ্ছে, জলের ব্যবস্থাও করা হবে। ড্রেন পরিষ্কার করে দেওয়া হবে।’ ক্ষুব্ধ মহলিদের বক্তব্যকে সমর্থন করেছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়।
0 comments:
Post a Comment