বিক্ষিপ্ত হিংসা-সন্ত্রাসে ৪ আসনে নির্বাচন

 



Indiapost24 Web Desk:পশ্চিমবঙ্গে  দুই জেলা মালদহ, মুর্শিদাবাদের ৪ আসনে সম্পূর্ণরূপে হিংসা-সন্ত্রাসমুক্ত নির্বাচন করা সম্ভব হয় নি। বিক্ষিপ্ত হিংসা-সন্ত্রাস-রিগিং-ভোটারদের আটকানোর খবরে উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি।

এদিনের ৪ আসনের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেসের কাছে অতি গুরুত্বপূর্ণ ছিল। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থনের ভোট ব্যাংক বাঙ্গালী মুসলিম এলাকায় ফাটলের খবরে যথেষ্ট উদ্বেগেই মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের চার আসনের মধ্যে উত্তর মালদহে তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মুস্তাক আলম ওবিজেপির খগেন মূর্মূর ত্রিমুখি লড়াইয়ে বাঙ্গালী মুসলিমদের এক বড় অংশই কংগ্রেসকে সমর্থন করেছে বলে খবর। একই ভাবে দক্ষিণ মালদহে কংগ্রেসের ইশা খান চৌধুরীও বিজেপির শ্রীরূপা মিত্রচৌধুরীর আকর্ষনীয় লড়াইএ তৃণমূলের শাহজাহান আলির মুসলিম ভোট কংগ্রেসের দিকে চলে যাওয়ায় মুসলিম ভোট ভাগের খবর এসেছে।

অন্যদিকে, মুরশিদাবাদ কেন্দ্রে তৃণমূলের আবু তাহের খান ও কংগ্রেস সমর্থিত সি পি এমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের আকর্ষণিয় লড়াই-এ ৬৮ শতাংশ মুসলিম ভোট দ্বিধা বিভক্ত হয়েছে বলেই মনে করা হচ্ছে। বিজেপির কর্মী-সমর্থকদের তৎপরতাও ছিল লক্ষণীয়। জঙ্গিপুর কেন্দ্রে তৃণমুলের খলিলুর রহমান অবশ্য তাঁর জয়ে   নিশ্চিত। কংগ্রেস, বিজেপি এখানে অনেকটাই পিছিয়ে ছিল। 

এদিনের নির্বাচন পর্ব শেষ হওয়ার পর বিজেপি বিরোধী মুসলিম ভোট মালদহ, মুর্শিদাবাদের চার কেন্দ্রে শাসক দল তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস-বাম জোটের মধ্যে ভাগ হওয়ার পাশে আই এস এফও কিছু ভোট পেতে চলেছে। মুসলিম ভোট বিভাজনে মালদহের দুটি কেন্দ্র বিজেপির এডভান্টেজ দেখছেন রাজনৈতিক মহল। বিজেপির দাবি মালদহের ২টি আসন সহ উত্তরবঙ্গের মোট ৮তি আসনই তারা দখল করবেন। যদিও তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে ৪টি আসন জয়ের পালটা দাবি করে চলেছে।কংগ্রেস আবার দক্ষিণ মালদহ জয়ে কথা বলছে।

১৩ই মে চতুর্থ পর্বে অধীর চৌধুরীর খাস তালুক বহরমপুর, মহুয়া মৈত্রের  কৃষ্ণনগরের মত কেন্দ্র রয়েছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর চ্যালেঞ্জ বহরমপুরে ১টি বুথও দখল করতে দেব না। যে কোন মূল্যে তৃণমূলের হিংসা-রিগিং রোখা হবে বলে অধীর চৌধুরী হুঁশিয়ারি দিয়েছেন।

 


নির্বাচনের তৃতীয় দফায় রাজ্যের একাধিক জায়গা উত্তপ্ত হয়ে উঠেছিল। চাঁচলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বোমা মারার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। চাঁচল বিধানসভার অধীন মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের ধুমসাডাঙী ২২১ নম্বর বুথে ঘটনাট ঘটেছে বলে অভিযোগ। যদিও সেই দাবি নস্যাৎ ওঁকরে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা।


সব মিলিয়ে, লোকসভা ভোটের তৃতীয় দফায় রাজ্যের একাধিক জায়গা বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। তবে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ পর্ব। মাঝে পাঁচদিনের বিরতি। এরপর আগামী ১৩ মে রয়েছে চতুর্থ দফার নির্বাচন। সেদিন কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর এবং আসানসোলে ভোট রয়েছে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment