বঙ্গে নতুন রাজ্যপালের সন্ধানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক?

 



Indiapost24 Web Desk:পশ্চিমবঙ্গে মমতা প্রশাসনের সঙ্গে নানা সংঘাতে জড়িয়ে পড়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বঙ্গ বিজেপিও তাঁর কাজে অখুশি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বঙ্গে নতুন রাজ্যপাল-এর সন্ধান শুরু করে দিয়েছেন। রাজ্যপাল সি ভি আনন্দ বোস সংবিধানের ৩৬১ ধারাকে অমান্য করার দায়ে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব বি পি গোপালিকা, কলকাতার নগরপাল বিনীত গোয়েল, কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে দিল্লি ডেকে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ডিওপিটিকে চিঠি দেওয়ায় পরিস্থিতি অস্বস্তিকারক হয়ে উঠেছে।

সি ভি আনন্দ বোসকে অন্য রাজ্যে পাঠিয়ে পশ্চিমবঙ্গে নতুন রাজ্যপাল হিসাবে একাধিক নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। এদের মধ্যে আছেন কেরালার বর্তমান রাজ্যপাল আরিফ মহম্মদ খান, রাজস্থানের বর্তমান রাজ্যপাল কলরাজ মিশ্র, পন্ডিচেরির প্রাক্তন উপরাজ্যপাল কিরণ বেদী, অরুণাচলের বর্তমান রাজ্যপাল কে টি প্রতিহার প্রমুখ। রাজনৈতিক মহল মনে করছেন একদা মোদীর আস্থাভাজন প্রাক্তন আমলা সি ভি আনন্দ বোসে আস্থা হারিয়েছে কেন্দ্র। তাই রাজ্যে রাজ্যপাল পরিবর্তন প্রায় নিশ্চিত হতে চলেছে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment