তৃণমূল বিরোধীতা থেকে সরতে চলেছে বঙ্গ কংগ্রেস?

 



Indiapost24 Web Desk:কংগ্রেস হাইকম্যান্ড পশ্চিমবঙ্গে অধীর চৌধুরীর নেতৃত্বে তৃণমূল-মমতা বিরোধী বিদ্রোহী পার্টি লাইন থেকে সরতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। কেন্দ্রের মোদী সরকার ও বিজেপি-আর এস এস বিরোধিতায় রাজনৈতিক লাইনেই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসকে আসতে হবে বলে পরিষ্কার জানানো হয়েছে। কেন্দ্রীয় পার্টি লাইন অমান্য করে মমতা বিরোধিতা চালানো যাবে না বলে অধীর চৌধুরিকেও জানিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ইশা খান চৌধুরীকে পরবর্ত্তী প্রদেশ কংগ্রেস সভাপতি করা হচ্ছে বলে দলীয় সূত্রের খবর।

২৬-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেস যে তাদের কংগ্রেস সংস্কৃতির স্বাভাবিক মিত্র তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকতে চলেছে তা নিয়ে একমত পর্যবেকশক মহল। পশ্চিমবঙ্গে চলতি বাম-কংগ্রেস আঁতাতের দিনও শেষ হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment