সংসদের বাইরে তুমুল বিক্ষোভ ইন্ডিয়া জোটের

 



Indiapost24 Web Desk:বৈষম্যমূলক বাজেটের নিন্দায় মঙ্গলবারই সরব হয়েছিল বিরোধীরা। বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে সংসদের বাইরে এককাট্টা হয়ে বিক্ষোভ ইন্ডিয়া জোটের সাংসদদের। যেভাবে বাংলা, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু-সহ একাধিক রাজ্যকে বঞ্চিত করে বিহার-অন্ধ্রপ্রদেশের জন্য ঢালাও বরাদ্দ ঘোষণা করা হয়েছে বাজেটে তাতে ক্ষুব্ধ বিরোধীরা।

এদিন সকালে সংসদের বাইরে একজোটে বিক্ষোভ দেখান ইন্ডিয়া শিবিরের নেতা-নেত্রীরা। বিক্ষোভে শামিল হন সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, মহুয়া মৈত্র-সহ অন্যান্যরা। মঙ্গলবারের পেশ করা বাজেটকে কুর্সি বাঁচাও বাটেজ বলে কটাক্ষ করেছেন বিরোধী নেতারা।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment