অভিষেকের হুশিয়ারিতে তৃণমূলের অন্দরে ভূকম্পন?

 



Indiapost24 Web Desk:দীর্ঘ দেড় মাস পর প্রকাশ্য সমাবেশে এসে তৃণমূল কংগ্রেস দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাবে দলের খারাপ ফল কবলিত পঞ্চায়েত ও পুর এলাকায় আগামী নির্বাচনে প্রার্থী বদল ও নতুন চেহারা সামনে আনার হুশিয়ারি দিয়েছেন। তাতে তৃণমূলের অন্দরে কার্যত রাজনৈতিক ভূমিকম্প তৈরি হয়েছে।

২৫-এই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন তাছাড়া একাধিক পুর নিগম, পুরসভায় নির্বাচন। কলকাতা পুরনিগম বিধাননগরে দলের ফল খারাপ হয়েছে। এর ফলে বহু বর্তমান কাউন্সিলারদের যে টিকিট দেওয়া হবে না তা নিশ্চিত করার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান ইন কাইন্সিলও যে এবার মনোনয়ন পাবেন না তা নিশ্চিত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক মহলের জল্পনা খারাপ ফলের জন্য কলকাতায় ৫২ জন, বিধাননগরে ১৭  জন বর্তমান কাউন্সিলারকে টিকিট দিতে চাইছেন না অভিষেক। ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, সব্যসাচী দত্ত, কৃষ্ণা চক্রবর্ত্তীরাও এখন অভিষেকের আতস কাঁচের পর্যবেক্ষণে। অভিষেক চান সর্বত্র নতুন ও তরুণ মুখ তুলে আনতে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment