বিজেপির ধরনা ঘিরে তুলকালাম উত্তর কলকাতা

 



Indiapost24 Web Desk:কলকাতার আরজি কর হাসপাতালের  ঘটনার  প্রতিবাদে বিজেপি -র কর্মসূচি ঘিরে তুলকালাম পরিস্থিতি  তৈরি হল শ্যামবাজারে।  উপর্যুপরি উত্তপ্ত বাক্য বিনিময় ও ধস্তাধস্তির পর বিজেপি নেতা-কর্মীদের টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে  তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে শ্যামবাজারে।

শ্যামবাজারে তুমুল অশান্তি। আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে আজ বি জে পি -র ধরনা কর্মসূচি ছিল। আগেভাগে হাসপাতালের সামনে ধরনা মঞ্চে বেধেছিল বি জে পি । তবে অভিযোগ, আজ সকালেই সেই মঞ্চ খুলে দেয় পুলিশ। সকালে বিজেপি কর্মী সমর্থকরা আরজি কর হাসপাতালের সামনে পৌঁছলে পুলিশের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়ে যায়।

মঞ্চ খুলে ফেলা নিয়ে তুমুল পরিস্থিতি তৈরি হয়। নতুন করে মঞ্চ বাধতে গেলে  বিজেপি কর্মীদের বাধা দেয় পুলিশ।

বিরাট উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল রীতিমতো তর্কাতর্কি শুরু করে দেন পুলিশের সঙ্গে। ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন শমীক ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়রা।

পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বিজেপি নেতৃত্বের। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ শুরু করেন বিজেপির বেশ কয়েকজন মহিলা কর্মী। তাঁদের টেনে-হিঁচড়ে সরিয়ে দেন পুলিশকর্মীরা। পুলিশকে ঘিরে তুমুল স্লোগান শুরু করে দেন বিজেপি কর্মী-সমর্থকরা। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment