Indiapost24 Web Desk:নবান্নর তরফ থেকে পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান, বাঁকুড়া,বীরভূম,হুগলি,হাওড়া জেলা প্রশাসন ও সাধারণ মানুষকে রাজ্য সরকার সতর্কতা জারি করেছে।
ডিভিসি রাজ্য সরকারকে কিছু না জানিয়ে একতরফা ভাবে জল ছাড়ছে। আগামী ৫/৬ তারিখ হাই টাইট বিশেষত হুগলি-হাওড়া খানাকুল, গোঘাট,উদয়নারায়নপুর আমতা প্রভৃতি অঞ্চল গুলি ডিভিসি জল ছাড়ার ফলে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা।সেই সঙ্গে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট জারি। আগামী চার-পাঁচ দিন হাড়কা বানের আশঙ্কা রয়েছে।
অবস্থাকে আরও খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন হয়ে সর্বসময় চিপ সেকেটারি,অ্যাডিশনাল চিপ সেক্রেটারির সঙ্গে দফাই দফায় কথা বলছেন।জেলা স্তরের ডিএম,এসপি দের সঙ্গে যোগাযোগ রেখেছেন! দামোদরভ্যালি রিভার রেগুলেটরি কমিটি জানিয়েছেন আরো এক লক্ষ কিউসেক জল ছাড়া হবে। যা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঘোর বিপদজনক। এই জল ছাড়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা হয়নি। রাজ্য সরকার ডিবিসিকে অনুরোধ করেছে আলোচনা ব্যতিরেখে সহসা যেন একতরফা জল ছাড়া না হয়। রাজ্য সরকারের তরফ থেকে অনুরোধ যেন আতঙ্কিত না হন তবে সতর্ক থাকুন।
0 comments:
Post a Comment