Indiapost24 Web Desk:বাংলাদেশের স্লোগান নকল করে একতরফা একনাগাড়ে ভাজপা নেতা শুভেন্দু অধিকারী ১৫০ বার বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। শুভেন্দুর ১৫০বারের দাবি সম্পূর্ণরূপে বিফলে গিয়েছে। ১৫১ তম দাবী হিসেবে মঙ্গলবার যে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন ভাজপা নেতা শুভেন্দু অধিকারী, সেটিও সর্বাত্মকভাবে বিফলে গিয়েছে। এবার দিশেহারা হয়ে গিয়ে আজ বুধবার বাংলার বিরুদ্ধে চক্রান্তে সামিল হয়ে বাংলাকে স্তব্ধ করতে বাংলা বনধের ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি। এদিন নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়ে দিলেন, যতই বনধ ডাকা হোক না কেন, বাংলায় কোনভাবেই বনধ হবে না। এদিন নবান্নে আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, 'আগামীকালের ধর্মঘট কোনভাবেই মানা হবেনা। যান চলাচল সম্পূর্ণভাবে ঠিক থাকবে। আজ মঙ্গলবার দফায় দফায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। ছাত্রদের প্রতি আমাদের সকলের পূর্ণ সমবেদনা আছে। কিন্তু আজ কলকাতাকে এবং কাল বাংলাকে স্তব্ধ করার যে প্রয়াস হচ্ছে তা সম্পূর্ণ অসামর্থনীয়। ছাত্র-ছাত্রীদের পড়াশুনা পরীক্ষা আছে এবং চলছে। শারদ উৎসবের কেনা বেচা শুরু হয়ে গিয়েছে। ব্যবসায়ী কর্মজীবী পেশাজীবী বৃত্তিজীবী বৃহৎ সংখ্যক মানুষের ভবিষ্যৎ বিপন্ন হবে বনধের ফলে। শিক্ষা ও স্বাস্থ্য, সকল আপত্তকালীন পরিষেবা বিপন্ন। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছে, আগামীকালের প্রস্তাবিত বনধকে মানা হবে না। সকলের কাছে অনুরোধ এই বনধে অংশ নেবেন না।' মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আরও বলেন, 'আগামীকাল সমস্ত জনজীবন স্বাভাবিক রাখা হবে। সবকিছু চালু থাকবে। সরকারি কর্মচারীদের প্রতি রাজ্য সরকারের নির্দেশ, অবশ্যই সরকারি অফিসে তারা নির্ধারিত সময় আসবেন। দোকানপাট খোলা থাকবে। সরকার তার জন্য সকল অনুকূল ও আইনানুগ ব্যবস্থা নেবে। কারো কোন ক্ষতি হলে সরকার সে দিকটিও দেখবে। যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। সকল বেসরকারি বাস, মিনিবাস অপারেটর কাছে আবেদন তারা যান চলাচল স্বাভাবিক রাখবেন। বাংলাকে সর্বতোভাবে সচল রাখতে হবে।'
0 comments:
Post a Comment