পালটা আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়

 


Indiapost24 Web Desk:কলকাতার আর জি কর হাসপাতালে এক কর্মরতা তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকান্ডের ঘটনায় যথেষ্ট কোণঠাসা মমতা প্রশাসন। রাজনৈতিক দল হিসাবেও কিছুটা হলেও ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে ‘রাম-বাম’ আক্রমণের মোকাবিলার প্রতি মুহুর্ত্যে নতুন রাজনৈতিক কৌশল নিতে চাইছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। ২৮শে আগষ্ট তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাম-বাম রাজনীতির বিরুদ্ধে পালটা আক্রমণে যেতে চলেছেন তা নিয়ে নিশ্চিত রাজনৈতিক মহল।

তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও উপস্থিত থাকার কথা। ইতিমধ্যে কুণাল ঘোষ সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সক্রিয়ভাবে মাঠে নামার আর্জি জানিয়েছেন। মমতা-অভিষেকের মধ্যে আর জি কর কান্ডে গুরুতর মতভেদ ঘটেছে এমন খবর সামাজিক মাধ্যমে প্রচার করা হলেও তাতে আমল দিতে রাজি হন নি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

বিজেপি-সি পি এমের লাগাতার সরকার বিরোধী কর্মসূচী ও দল-সরকারকে নিশানা করার বিরুদ্ধে এবার পালটা সরব হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই খবর তৃণমূল কংগ্রেসের অন্দরে। এর আগে ২৭শে আগষ্ট নবান্ন অভিযানে সংঘর্ষ-গন্ডোগোল পাকানো হতে পারে বলে খবর।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment