খ্যাতনামা স্কুলে চার বছর বয়সী দুই শিশুকন্যার উপর যৌন অত্যাচারে উত্তাল মহারাষ্ট্র,বন্ধ ইন্টারনেট

 


Indiapost24 Web Desk:কলকাতার আরজি কর মেডিক্যাল  কলেজের ঘটনায়  যখন উত্তাল দেশ ঠিক তখনই মহারাষ্ট্রের থানের বদলাপুরের এক  খ্যাতনামা স্কুলে চার বছর বয়সী দুই শিশুকন্যার উপর যৌন অত্যাচারের ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় । জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে ১৬ আগস্ট। যখন ২৩ বছর বয়সী এক অভিযুক্ত স্কুলের ওয়াশরুমে তিন ও চার বছর বয়সী দুই নিষ্পাপ শিশুকন্যাকে যৌন নির্যাতন করে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার খবর পাওয়া মাত্রই রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ঘটনার পর রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে বিরোধীরা।

১৬ অগাস্ট থানের বদলাপুরে একটি খ্যাতনামা স্কুলের ওয়াশরুমে দুই শিশুকন্যার যৌন নির্যাতনকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। ১৭ আগস্ট এই মর্মে দুই শিশুকন্যার পরিবার পুলিশের কাছে এফআইআর দায়ের করেন। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন দুই নির্যাতিতার মধ্যে একজন বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। বাবা-মা তড়িঘড়ি তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। তদন্তের পর চিকিৎসকরা নিশ্চিত করেছেন ওই শিশুকন্যা যৌন নিপীড়নের শিকার। এরপরই সামনে আসে আরও এক শিশুকন্যাকে একই সঙ্গে যৌন নির্যাতন করে মূল অভিযুক্ত।

নির্যাতিতা দুই শিশুকন্যার অভিযোগের ভিত্তিতে, পুলিশ পকসো আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় অভিযুক্ত বছর ২৩-র অক্ষয় শিন্ডেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে এই লজ্জাজনক ঘটনা প্রকাশ্যে আসার পর প্রতিবাদে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ । বিক্ষুব্ধ জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘটনায় তদন্তে গাফিলতি প্রকাশ্যে আসায় হাজার হাজার জনতা পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনের সামিল হন। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় সড়ক ও রেলপথ অবরোধ করে উত্তেজিত জনতা।

মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, এই বিষয়ে তদন্ত করার জন্য এসআইটি গঠন করা হয়েছে। শিন্ডে আরও বলেছেন সরকার বদলাপুরের যে স্কুলে এই ঘটনা ঘটেছে সেই স্কুলের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে চলেছে। তিনি বলেন, এ ঘটনায় কোনো অপরাধীকে রেয়াত করা হবে না।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এক মহিলা আইপিএস অফিসারের নেতৃত্বে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এই বিষয়টি তদন্ত করার জন্য সরকার আইপিএস অফিসার আরতি সিংকে নিয়োগ করেছে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment