দেড় বছরের মাথায় পাহাড় সফরে যাওয়ার আগে ৬ আসনের দলীয় প্রার্থীকে জয়ী করার ডাক মমতার

 




Indiapost24 Web Desk:দেড় বছরের মাথায় পাহাড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পাহাড় সফরে যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানেই সকলকে নিয়ে চলার বার্তা দিলেন রাজ্য প্রশাসনিক প্রধান। এদিন রাজ্যে থাকা ৬ আসনের উপর নির্বাচনে তৃণমূল প্রার্থীদের ও জয়ী করার ডাক দিয়েছেন তিনি। আগামী ১৩ নভেম্বর ৬ আসনে উপনির্বাচন রয়েছে রাজ্যে। এই উপনির্বাচনের আগে দলীয় প্রার্থীদের জয়ী করার জন্য রাজ্যের মানুষকে আবেদন জানানোর জন্য আবেদন জানালেন তিনি। 

 এদিন রাজ্যের মন্ত্রী আরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ১৩ই নভেম্বর রাজ্যের ছয় আসনে উপনির্বাচন রয়েছে। এই উপনির্বাচনের কোচবিহারের সিতাইয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়। মাদারিহাটে জয়প্রকাশ টোপ্প, মেদিনীপুরে সুজয় হাজরা, তালডাংরা ফাল্গুনী সিংহ, হারোয়ায় দাঁড়িয়েছে রবিউল ইসলাম নৈহাটিতে দাঁড়িয়েছেন সনৎ দাস। আমি এই ছয় কেন্দ্রের সকল মা-ভাই-বোনেদের কাছে আবেদন করব। বাংলার মা মাটি মানুষের সরকার সব সময় আপনাদের সঙ্গে আছে। আপনারা তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুলকে ভোট দিন তাতে আপনাদের এলাকার উন্নয়ন হবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা সংশোধন নির্বাচনে আমাদেরকে সমর্থন করেছেন। তারা তাদের মত কাজ করছেন। আরো করবেন। 

এদিন মুখ্যমন্ত্রীর দার্জিলিং সফর সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আমি দীর্ঘদিন পরে দার্জিলিং যাচ্ছি। নির্বাচনের সময়ও আমি যাইনি কারণ ওখানে অনেক থাপারা নিজের মত করে নির্বাচনের কাজ করছিল। মাঝে আমি কার্শিয়াং গিয়েছিলাম তবে দার্জিলিং বছর দেড়েক বাদে যাচ্ছি। আমি সব সময় চাই দার্জিলিং ভালো থাকুক। তরাই ডুয়ার্স ভালো থাকুক। চা বাগান ভালো থাকুক। তিনি বলেন, আমি চাই সব মানুষ ভালো থাকুক সেটা কামতাপুরী হোন বা রাজবংশী, নেপালি হোক বা গোর্খা। বাগদি হোক সে বাউড়ি হোক সকলেই ভালো থাকুক সেটাই আমরা কামনা করি।

এদিন মহারাষ্ট্রের ভোট নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। তবে তিনি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া থেকে এড়িয়ে গিয়েছে। শুধু বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তার বিশ্বাস, শিক্ষানি যারা বিজেপি বিরোধী শক্তি আছে তারা ভালোভাবেই লড়াই করবেন।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment