অধ্যক্ষেরা স্বাধীনভাবে কাজ করতে পারছে না, সরব বিমান বন্দ্যোপাধ্যায়

 



Indiapost24 Web Desk:অধ্যক্ষেরা স্বাধীনভাবে কাজ করতে পারছে না, বিধানসভায় আরো একবার এই নিয়ে সরব হলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই তিনি সর্বভারতীয় অধ্যক্ষদের সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেখানেও এই বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন তিনি। এদিন অধ্যক্ষের স্বাধীনতা যে খর্ব হচ্ছে সে কথাই আরো একবার মনে করিয়ে দিয়েছেন তিনি। এদিন বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, স্পিকাররা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। তাদের বাড়িতে ইডি, সিবিআইকে দিয়ে রেড করিয়ে দেয়া হচ্ছে। অধ্যক্ষদের সম্মেলনে মূল বিষয় ছিল, "মিলেনিয়াম ডেভেলপমেন্ট রুলস"গণতন্ত্রকে রক্ষা করার জন্য পার্লামেন্টটিয়ানদের ভূমিকা। সেখানে আমি বলেছি আইনসভার সদস্যরা, ভয়হীন ভাবে কাজ করতে পারছে না। এমনও দেখা যাচ্ছে তারা বিধানসভা তে রয়েছে, তাদের বাড়িতে ইডি এবং সিবিআই রেট করে দিয়েছে। এতে তারা ব্যস্ত হয়ে পড়েন তাদের মানসিক ভারসাম্য নষ্ট হয়। এটা কোনভাবেই বাঞ্ছনীয় নয়। সেটা আমি বলেছি।

তিনি আরো বলেন, এই রাজ্যে ওই ধরনের ঘটনা ঘটেছে। বিধানসভায় মিটিং করতে এসেছিলেন এক বিধায়ক তার বাড়িতে সিবিআই হানা দেয়। আমরা তদন্তকারী অফিসারদের বারবার অনুরোধ করেছি। এধরনের সমনের ক্ষেত্রে আগে বিধায়ককে এবং বিধানসভাকে জানানো হোক। কিন্তু কার্যক্ষেত্রে তা মানা হচ্ছে না।

একসঙ্গে দিন অধ্যক্ষ জানিয়েছেন আগামী ২৫ নভেম্বর থেকে রাজ্য বিধানসভার অধিবেশন বসতে চলেছে। এই অধিবেশন চলবে দশ থেকে ১১ দিন পর্যন্ত। তবে এই অধিবেশনে কি কি বিল আসতে পারে তা নিয়ে কোন প্রতিক্রিয়া তিনি দেননি। বলেছেন, গোটা বিষয়টি বিজনেস এডভাইসারি কমিটিতে আলোচনা করে ঠিক করা হবে। 

এদিন অপরিজিতা বিল নিয়েও তার কাছে প্রশ্ন করা হয়। তিনি বলেন, রাজ্যপাল জানিয়েছেন এই দিন ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনিই। একইসঙ্গে লিঞ্চিং বিলের ভবিষ্যৎ নিয়েও তার কাছে প্রশ্ন করা হয়েছিল। তবে তা নিয়ে কোন তথ্য দিতে পারেননি অধ্যক্ষ। এক্ষেত্রে বিল বিধানসভায় পাস করেই ইতিমধ্যেই রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে। এরপর তা নিয়ে কোনো তথ্য তার কাছে নেই।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment