বিদেশি বিভিন্ন মন্ত্রী-রাষ্ট্রদূত ও কূটনীতিবিদদের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বৈঠক

 


Mostak Ahamed,Indiapost24 Web Desk:বঙ্গ রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ ভুটান,নরওয়ে এবং ফিলিপাইনের বিশিষ্ট মন্ত্রী-রাষ্ট্রদূত ও কূটনীতিবিদদের সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে এক বিশেষ বৈঠক করেন!



গুরুত্বপূর্ণ এই বৈঠকে উভয় পক্ষই গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময় প্রচারের সুযোগগুলি নিয়ে বিশদ আলোচনা হয়। রাজ্যপাল বিশিষ্ট ব্যক্তিদের স্বাগত জানান এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সহযোগিতামূলক প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেন।


বৈঠকে ভুটানের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ভুটান সরকারের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী ইয়ুনটেন ফুন্টশো।নরওয়ের প্রতিনিধিদলের মধ্যে ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত মিসেস মে-এলিন স্টেনার,প্রথম সচিব মিসেস সিলজে ক্রিস্টিন অ্যান্ডারসেন।ফিলিপাইনের ছিলেন জোসেল ফ্রান্সিসকো ইগনাসিও (ভারতে ফিলিপাইন প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত) সহ প্রমূখ।




Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment