Indiapost24 Web Desk:নৌ সপ্তাহ ২০২৫ উদযাপনকে কেন্দ্র করে পূর্ব নৌ কমান্ডের দুই ফ্রন্টলাইন গাইডেড মিসাইল করভেট—আইএনএস খাঞ্জর ও আইএনএস কোরা—২৭ নভেম্বর কলকাতা বন্দরে পোর্ট কল করবে। মিশন-ভিত্তিক মোতায়েনের অংশ হিসেবে বঙ্গোপসাগরে টহলরত এই জাহাজদ্বয় সাধারণ নাগরিকদের কাছে ভারতীয় নৌবাহিনীর কর্মকাণ্ড তুলে ধরতেই কলকাতা সফরে আসছে।
দেশীয়ভাবে জিআরএসই–নির্মিত পি-২৫ ক্লাস করভেট আইএনএস খাঞ্জর ১৯৯১ সালে কমিশন হয়। ‘গ্রে ফেরারি’ নামে পরিচিত জাহাজটি কমান্ডার রনি চৌপুর অধীনে পরিচালিত। পি-২৫এ ক্লাসের প্রথম করভেট আইএনএস কোরা ১৯৯৮ সালে কমিশন হয়; বর্তমানে এর নেতৃত্বে আছেন কমান্ডার চন্দন ঝা।
উভয় জাহাজই পূর্ব নৌবহরের অধীনে FOCEF-এর অপারেশনাল নিয়ন্ত্রণে কাজ করে। ভূমি থেকে ভূমি ও আকাশে আঘাত হানতে সক্ষম এই করভেটগুলো ভারতের ইইজেড রক্ষা, উপকূলীয় নজরদারি, জলদস্যু দমন, সন্ত্রাসবাদ দমন এবং সামুদ্রিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশীয় নকশা ও আধুনিকীকরণের ধারাবাহিকতাই এগুলিকে ‘আত্মনির্ভর ভারত’-এর শক্ত উদাহরণে পরিণত করেছে।


0 comments:
Post a Comment