প্রজাতন্ত্র দিবসে দুর্যোগ মোকাবিলায় সেনা–বিআরওর নিখুঁত সমন্বয়

Indiapost24 Web Desk:

ভারী তুষারপাতের ফলে ব্যাহত হওয়া জম্মু ও কাশ্মীরের ভাদেরওয়াহ–চাতেরগালা অক্ষে দ্রুত যোগাযোগ পুনরুদ্ধার করল বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)। প্রজেক্ট সম্পর্ক-এর অধীনে ১০,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত চাতেরগালা পাসে ২৬ জানুয়ারি, ২০২৬ থেকে শুরু হওয়া উচ্চ-উচ্চতার উদ্ধার ও সড়ক পুনরুদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।

৩৫ বর্ডার রোডস টাস্ক ফোর্সের ১১৮ আরসিসি প্রায় ৪০ ঘণ্টা ধরে তুষার অপসারণ করে ৫–৬ ফুট বরফে ঢাকা প্রায় ৩৮ কিলোমিটার রাস্তা পরিষ্কার করে। এর ফলে ২০ জন আটকে পড়া বেসামরিক নাগরিক ও ৪ রাষ্ট্রীয় রাইফেলসের ৪০ জন সেনাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। কোনো হতাহতের ঘটনা ছাড়াই অভিযান সম্পন্ন হওয়ায় বিআরও কর্মীদের দক্ষতা ও নিষ্ঠার প্রমাণ মিলেছে।



Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment