Indiapost24 Web Desk:২০২৬ সালের ভারতীয় প্রজাতন্ত্র দিবসে আকাশে নজরকাড়া এয়ার-টু-এয়ার ফ্লাইপাস্টে অংশ নেয় ভারতীয় বিমান বাহিনীর মোট ২৯টি বিমান।
এতে ছিল আধুনিক ফাইটার জেট, পরিবহন বিমান ও হেলিকপ্টার। বিশেষ আকর্ষণ হিসেবে প্রদর্শিত হয় ‘সিন্দুর ফর্মেশন’, যা দেশবাসীর মধ্যে গর্ব ও উদ্দীপনা সৃষ্টি করে। এই ফ্লাইপাস্ট ভারতের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতার শক্তিশালী বার্তা দেয়।



0 comments:
Post a Comment