Indiapost24 Web Desk:কলকাতার লোক ভবনস্থ সর্দার প্যাটেল একতা হলে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন লোকায়ুক্ত হিসেবে শপথ গ্রহণ করলেন বিচারপতি (অবসরপ্রাপ্ত) শ্রী রবীন্দ্রনাথ সামন্ত। রাজ্যপাল তাঁকে শপথবাক্য পাঠ করান।
এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের প্রধান সচিব-সহ রাজ্য সরকারের ঊর্ধ্বতন প্রশাসনিক আধিকারিকরা। পাশাপাশি বিভিন্ন আদালতের বিচারপতি এবং বিশিষ্ট আমন্ত্রিত ব্যক্তিবর্গও অনুষ্ঠানে যোগ দেন।
নতুন লোকায়ুক্তের শপথগ্রহণের মধ্য দিয়ে রাজ্যে দুর্নীতি দমন ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে নতুন অধ্যায়ের সূচনা হল বলে মনে করছে প্রশাসনিক মহল।



0 comments:
Post a Comment