Indiapost24 Web Desk:আত্মনির্ভর প্রতিরক্ষা প্রযুক্তিতে আরও এক বড় সাফল্য পেল ভারত। ডিআরডিও-র তৈরি তৃতীয় প্রজন্মের ফায়ার অ্যান্ড ফরগেট ম্যান পোর্টেবল অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল (MPATGM) চলমান লক্ষ্যের বিরুদ্ধে সফলভাবে ফ্লাইট পরীক্ষা সম্পন্ন করেছে।
মহারাষ্ট্রের আহিল্যা নগরের কে কে রেঞ্জে এই পরীক্ষা চালানো হয়। শীর্ষ আক্রমণ ক্ষমতাসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রে রয়েছে অত্যাধুনিক ইমেজিং ইনফ্রারেড হোমিং সিকার, ট্যান্ডেম ওয়ারহেড ও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি। দিন-রাত সব পরিস্থিতিতে যুদ্ধক্ষম এই অস্ত্র আধুনিক প্রধান যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংসে সক্ষম।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একে আত্মনির্ভর ভারতের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। পরীক্ষার সাফল্যের পর সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির পথ কার্যত সুগম।

0 comments:
Post a Comment