মমতার সঙ্গে রাজনৈতিক আঁতাতে সবুজ সঙ্কেত সোনিয়ার

NNS:জাতীয় স্তরে বিজেপি বিরোধী ব্যাপকতর ধর্মনিরপেক্ষ জোট গড়তে কংগ্রেস সভানেত্ৰী সোনিয়া গান্ধী পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কে বিশেষ ভাবে মর্যাদা দিয়ে তাকে বিজেপি বিরোধী জোটে সামিল করার ব্যাবস্থা করে ফেলেছেন |একই সঙ্গে পচিমবঙ্গে বিজেপি -আরএসএসের রাজনৈতিক আক্রমণে ব্যাক ফুটে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমুল কংগ্রেসকেই রাজনৈতিক গুরুত্ব দিয়েই তৃণমুল -কংগ্রেস জোটের সবুজ সংকেত দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী |
সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আমেদ প্যাটেল ,কপিল সিব্বল ,অভিষেক মনুসিংভির মত হেভিওয়েট কংগ্রেস নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ঘণিষ্ঠজন দের সঙ্গে ব্যাক্তিগত স্তরে রাজনৈতিক সম্পর্ক রেখে চলেছেন |সুপ্রিম কোর্ট এ রাজ্য তৃণমুল সরকারের হয়ে একাধিক মামলায় কপিল সিব্বল ,অভিষেক মনুসিংভীরা নিয়মিত সুপ্রীম কোর্টে আইনজীবী হয়ে দাঁড়াচ্ছেন |প্রসঙ্গত উল্লেখ্য যে সারদা চিটগেট কাণ্ডে অন্যতম মামলাকারী হলেন পশ্চিমবংগের বিরোধী  দলনেতা হলেন আবদুল মান্নান |
কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি ,আবদুল মান্নান, সোমেন মিত্রের মত তৃণমুল বিরোধিদের আর্জি উপেক্ষা করে কংগ্রেস হাইকমান্ড জানিয়ে দিয়েছে যে জাতীয় স্তরে বিজেপির মত সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমুল কংগ্রেস জাতীয় স্তরে অপরিহার্য রাজনৈতিক শরিক হবেন | পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের আবদার মেনে ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন বাম জোটের সঙ্গে মমতা বিরোধিতায় গিয়ে কংগ্রেস হাইকমান্ড জোটে অনুমতি দিয়েছিল |
কিন্তু বাম -কংগ্রেস জোট মুখ থুবড়ে পরার পর পশ্চিমবঙ্গে মোদি শিবিরের আগ্রাসন অব্যাহত রোয়েছে |এই পরিস্থিতিতে তৃণমুল কংগ্রেসের সঙ্গেই কংগ্রেস বিজেপি বিরোধিতাকে সামনে রেখে জাতীয় স্তরে তো বটেই পশ্চিমবঙ্গেও জোট গড়তে চায় তার সবুজ সঙ্কেত দিয়েছেন স্বয়ং সোনিয়া গান্ধী |ফলে অধীর চৌধুরি সহ প্রদেশ কংগ্রেসের কট্টর মমতা বিরোধি শিবির যে ক্রমেই রাজনৈতিক ভাবে চাপে পড়ছেন সে বিষয়ে একমত রাজনৈতিক মহল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment