অসমে বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর উদ্যোগ

NNS:অসমে বিগত বিধানসভা নির্বাচনে এর আগে বিজেপি ক্ষমতায় ফেরার লক্ষে প্রতিশ্রুতি দিয়েছিলো তারা অসমে ক্ষমতায় এলে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত করার লক্ষ্যে কাজ করবে | বিজেপি সরকারের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা রাখঢাক না রেখেই বলেছিলেন অসমকে কিছুতেই মুসলিম সংখ্যা গরিষ্ঠ রাজ্যে পরিণত করা যাবে না |অবৈধ ও বাংলাদেশী মুসলিমদের হটানোর পাশে বাঙালি হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ওপর জোর দিয়েছিলেন বিশ্বশর্মা |ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার অসমে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি মুসলিম নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুহলো |এর প্রথম ধাপ হিসেবে অসমের বিভিন্ন জেলা থেকে তাঁদের বাংলাদেশে পাঠানো হচ্ছে |রাজ্যের অবৈধভাবে ঢুকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠনো হবে বলে জানিয়েছেন অসমের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা ..
প্রসঙ্গত ২০১৪ সালে লোকসভা নির্বাচনে অসমে বিজেপির একটি ইস্যুই ছিল অবৈধ বাংলাদেশী বিতারণ |প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রবেশকারী মুক্ত অসমের স্বপ্ন ফেরি করেছিলেন |এখন শুধু কেন্দ্রে নয় অসমে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতাসীন বিজেপি -অগপ জোট রাজ্য সরকার |অসমের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন রাজ্যে বাংলাদেশীদের সংখ্যা বেড়েই চলেছে |উল্লেখ্য ভারতের যেসব রাজ্যে অনুপ্রবেশের সংখ্যা সবচেয়ে বেশি তার মধ্যে শীর্ষস্থানে রয়েছে অসম |ভারতের আর কোনো রাজ্য থেকে বাংলাদেশিদের ফেরত পাঠনো হবে কিনা তা আপাতত স্পষ্ট নয় |তবে এই মুহূর্তে ২ কোটি বাংলাদেশী হিন্দু-মুসলিম  অবৈধভাবে ভারতে বসবাস করেছেন |
তবে বিজেপি সরকার অসম থেকে বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীদের বিতারণ ও হিন্দু বাঙালি শরণার্থীদের নাগরিকও দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে পারেন এবং তারই প্রক্রিয়া শুরু হয়েছে ..
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment