NNS:রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি হওয়ার পর গুজরাটে কংগ্রেস ভালো ফল করার পর হটাৎ মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী ও কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক দূরত্ব সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছেন |একই সঙ্গে সংসদে কংগ্রেসের সঙ্গে কক্ষ সমন্বয় না করতে দলীয় সংসদীয় দলকে কড়া নির্দেশ জারি করেছেন |
শুধু তাই নয় ,পশ্চিমবঙ্গে বিশেষত দক্ষিণ বঙ্গে নতুন করে জনপ্রতিনিধি ,নেতা ও শীর্ষ দলীয় কর্মীদের ভাঙিয়ে তৃণমুল এ আনার সবুজ সংকেত দিয়েছেন বলে খবর রাজনৈতিক মহলের |মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেত পাওয়ার পর মেয়র শোভন চট্টোপাধ্যায় কলকাতা পুরসভার কংগ্রেস দলনেতা প্রকাশ উপাধ্যায়কে তৃনমূলে আনার সক্রিয় চেষ্টা শুরু করেছেন |
সারদা সংক্রান্ত দুর্নীতি শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়ে প্রকাশ উপাধ্যায় সিবিআই দপ্তর,ইডি দপ্তরে গিয়ে অভিযোগ জমা দেন |জানা গেছে ,প্রকাশ উপাধ্যায় নতুন বছরেই পদত্যাগ করতে চলেছে |তৃণমুল কংগ্রেস বড়বাজারের কংগ্রেস নেতা তথা কলকাতা পুরনিগমের কাউন্সিলর সন্তোষ পাঠকেও দলে টানার গোপণ তৎপরতা চালাচ্ছেন বলে খবর |
শুধু তাই নয় ,পশ্চিমবঙ্গে বিশেষত দক্ষিণ বঙ্গে নতুন করে জনপ্রতিনিধি ,নেতা ও শীর্ষ দলীয় কর্মীদের ভাঙিয়ে তৃণমুল এ আনার সবুজ সংকেত দিয়েছেন বলে খবর রাজনৈতিক মহলের |মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেত পাওয়ার পর মেয়র শোভন চট্টোপাধ্যায় কলকাতা পুরসভার কংগ্রেস দলনেতা প্রকাশ উপাধ্যায়কে তৃনমূলে আনার সক্রিয় চেষ্টা শুরু করেছেন |
সারদা সংক্রান্ত দুর্নীতি শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়ে প্রকাশ উপাধ্যায় সিবিআই দপ্তর,ইডি দপ্তরে গিয়ে অভিযোগ জমা দেন |জানা গেছে ,প্রকাশ উপাধ্যায় নতুন বছরেই পদত্যাগ করতে চলেছে |তৃণমুল কংগ্রেস বড়বাজারের কংগ্রেস নেতা তথা কলকাতা পুরনিগমের কাউন্সিলর সন্তোষ পাঠকেও দলে টানার গোপণ তৎপরতা চালাচ্ছেন বলে খবর |
0 comments:
Post a Comment