Snehasis Mukherjee:সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমতলাতে কেন্দ্রের বিজেপি সরকারের ব্যাঙ্কের এফ আর ডি আই নীতির বিরুদ্ধে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিষ্ণুপুর ১ ও ২ নম্বর ব্লকের যৌথ উদ্যোগে কেন্দ্রের এই নীতির প্রতিবাদে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় | প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ এই অনৈতিক জনবিরোধী বিলের বিরুদ্ধে প্রতিবাদ এ সোচ্চার হন |
এই প্রতিবাদ সভায় উপস্থিত থাকেন দক্ষিণ চব্বিশ পরগণা জেলাসভাধিপতি শামীমা শেখ , জেলার যুব তৃণমুলের সাধারণ সম্পাদক নবকুমার বেতাল, যুব সভাপতি ও বিধায়ক সওকত মোল্লা,বিধায়িকা সোনালী গুহ,বিধায়ক দিলীপ মণ্ডল প্রমুখ | এই প্রতিবাদ সভা থেকে বিভিন্ন ভাবে বিজেপির একের পর এক জনবিরোধী নীতিকে তীব্র ভৎসনা করেন সমস্ত নেতৃত্ব বর্গ |
মঞ্চ থেকে দক্ষিণ চব্বিশ পরগণা জেলার যুব সাধারণ সম্পাদক কেন্দ্রের এই অনৈতিক বিলকে জনবিরোধী অসাংবিধানিক বলে আখ্যা দেন ও এই বিল পাশে পুরোপুরি বিরোধিতা করার জন্য আহ্বান করেন| সঙ্গে কেন্দ্রে বিজেপির শাসনের সঙ্গে মহম্মদ বিনতুঘলঘের শাসনের সঙ্গে তুলনা করে বলেন মোঘল যুগে একের পর এক জনস্বার্থ নীতির ফলে যেমন মোঘল সাম্রাজ্যের পতন হয়েছিলো,ঠিক সেইভাবে খুব শীঘ্রই এই সরকারেরও পতন হবে | আর তার সূত্রপাত এইধরণের জনবিরোধী কার্যকলাপের মধ্য দিয়েই হচ্ছে |
এই প্রতিবাদ সভায় উপস্থিত থাকেন দক্ষিণ চব্বিশ পরগণা জেলাসভাধিপতি শামীমা শেখ , জেলার যুব তৃণমুলের সাধারণ সম্পাদক নবকুমার বেতাল, যুব সভাপতি ও বিধায়ক সওকত মোল্লা,বিধায়িকা সোনালী গুহ,বিধায়ক দিলীপ মণ্ডল প্রমুখ | এই প্রতিবাদ সভা থেকে বিভিন্ন ভাবে বিজেপির একের পর এক জনবিরোধী নীতিকে তীব্র ভৎসনা করেন সমস্ত নেতৃত্ব বর্গ |
মঞ্চ থেকে দক্ষিণ চব্বিশ পরগণা জেলার যুব সাধারণ সম্পাদক কেন্দ্রের এই অনৈতিক বিলকে জনবিরোধী অসাংবিধানিক বলে আখ্যা দেন ও এই বিল পাশে পুরোপুরি বিরোধিতা করার জন্য আহ্বান করেন| সঙ্গে কেন্দ্রে বিজেপির শাসনের সঙ্গে মহম্মদ বিনতুঘলঘের শাসনের সঙ্গে তুলনা করে বলেন মোঘল যুগে একের পর এক জনস্বার্থ নীতির ফলে যেমন মোঘল সাম্রাজ্যের পতন হয়েছিলো,ঠিক সেইভাবে খুব শীঘ্রই এই সরকারেরও পতন হবে | আর তার সূত্রপাত এইধরণের জনবিরোধী কার্যকলাপের মধ্য দিয়েই হচ্ছে |
0 comments:
Post a Comment