অসুস্থ বিজেপি নেত্রী জুহি চৌধুরী

NNS :উত্তরবঙ্গের জলপাইগুড়িতে শিশু পাচার কাণ্ডে অভিযুক্ত স্থানীয় বিজেপি মহিলা মোর্চার নেত্রী জুহি চৌধুরী অসুস্থ হোয়ে পড়ায় তাঁকে জলপাইগুড়ির সদর হাসপাতালে ভর্তি করা হোয়েছে | জানা গেছে যে স্ত্রী রোগ সংক্রান্ত সমস্যায় তাঁকে ভর্তি করা হোয়েছে | 

জলপাইগুড়ি তে শিশু পাচার কাণ্ডে গ্রেপ্তার হবার পর গতবছরের মার্চ মাস থেকে তিঁনি জলপাইগুড়ির জেলে বন্দী | জেলের অভ্যন্তরে অসুস্থ হোয়ে পরার পর তাঁকে সদর মহকুমায় ভর্তি করা হোয়েছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment