Indiapost24 Web Desk:গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষ কট্টর পণ্থী লোক সাংলামাকে পুলিশ গ্রেপ্তার করেছে | বিভিন্ন অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয় | আজ সকালে কালিম্পঙ এর জলঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ | আজই তাঁকে কালিম্পঙ জেলা আদালতে তোলা হয় | গ্রেপ্তার হওয়া মোর্চা নেতা লোকসাং লামা বলেন যে আমাকে কেন গ্রেপ্তার করা হয়েছে জনি না | কিছুই বুঝতে পারছি না | শিলিগুড়ি যাচ্ছিলাম তখন আমাকে গ্রেপ্তার করা হয় | এদিকে রাজনৈতিক মহলের খবর যে বিমল গুরুং পণ্থী এই নেতা বিনয় তামাং , অনিতা থাপাদের বিরোধিতা চালাচ্ছিলেন বলেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে |
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment