NNS : পাকিস্তান বিরোধী বাংলাদেশের মানুষের স্বাধীনতা সংগ্রামের বিরোধীতা করে পাকিস্তানি সেনাকে খুন ধর্ষণ লুন্ঠনের অভিযোগে পাকিস্থানপন্থী দুই নেতার ফাঁসির সাজা শোনালো বাংলাদেশের আন্তৰ্জাতিক অপরাধ ট্রাইবুনাল |
তাদের রায়ে আরও তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হোয়েছে |পাকিস্তান পন্থি দুই ফাঁসির সাজার আসামি হলেন নেসার আলি ,ওজায়ের আহমেদ চৌধুরি |পাকিস্থানপন্থী দুই নেতার সাজা ঘোষণাকে বাংলাদেশের স্বধীনতা পন্থী শক্তি জাগিয়েছেন |
তাদের রায়ে আরও তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হোয়েছে |পাকিস্তান পন্থি দুই ফাঁসির সাজার আসামি হলেন নেসার আলি ,ওজায়ের আহমেদ চৌধুরি |পাকিস্থানপন্থী দুই নেতার সাজা ঘোষণাকে বাংলাদেশের স্বধীনতা পন্থী শক্তি জাগিয়েছেন |
0 comments:
Post a comment