বাসন্তীতে আবার সংঘর্ষ আহত 4 জন !!!


Indiapost24 Web Desk : দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে জমি দখলকে কেন্দ্র করে এক বড় ধরনের সংঘর্ষের চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা বাসন্তী থানার সোনাখালি এলাকায়।
স্থানীয় বাসিন্দা তায়েব মোল্লার একটি জমি আছে যা তিনি তার দিদির কাছ থেকে পেয়েছিলেন। গতকাল সন্ধ্যায় সেই জমিতে দুজনে স্থানীয় দুষ্কৃতি দখল করে ঘর তৈরির পরিকল্পনা করলে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনায় আহতদের দুজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের চিকিৎসা চলছে ক্যানিং সরকারি হাসপাতালে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment