অসম ও ত্রিপুরাতেও দোলযাত্রা উৎসব!!!


NNS : উত্তর-পূর্বাঞ্চলের অসম ও ত্রিপুরাতেও ঐতিহ্যবাহী দোল উৎসব ও রঙের খেলা পালিত হয়েছে। ত্রিপুরা রাজধানী আগরতলা , ধর্মনগর, কৈলা শহর, উদয়পুর সহ অন্যত্র এদিন দোল উৎসবে মেতে ওঠেন বাঙালি, উপজাতি সহ সব সম্প্রদায়ের মানুষ।
অন্যদিকে আসামের গুয়াহাটি, ডিব্রুগড়, জোরহাট, শিব সাগর, দরং ,নগঁও, লামডিং  সহ অসমের  বিভিন্ন অংশে দোল উৎসব পালিত হয়েছে। দোল পূর্ণিমা উপলক্ষে এদিন কামাখ্যামন্দির সহ অসমের বিভিন্ন মন্দিরে ভক্ত সমাগম হয়।

     অনেকের বাড়িতে পূর্ণিমা উপলক্ষে পূজার আয়োজন করা হয়। বাংলা ভাষী প্রভাবিত বরাক উপত্যকায় উৎসাহ উদ্দীপনার মধ্যে দোল উৎসব পালিত হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল, ও অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দোল উৎসবের অসমের সাধারণ মানুষকে অভিনন্দিত করে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment